Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২৪

ইনোভেশন টিম

অফিস আদেশ

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন নং ০৪.০০.০০০০.২৩২.৩৫.০০৬.১৩.১৮, তারিখ: ২৫ চৈত্র ১৪১৯/০৮ এপ্রিল ২০১৩ এর আলোকে জনপ্রশাসনে কাজের গতিশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণের পন্থা উদ্ভাবন ও চর্চার লক্ষ্যে জাতীয় সমাজসেবা একাডেমির ‘ইনোভেশন টিম’ নিম্নবর্ণিতভাবে গঠন করা হলো।

ক্রম: নং

কর্মকর্তার নাম ও পদবী

 

দায়িত্ব

মোঃ জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ

ইনোভেশন অফিসার

সোমা ইউসুফ, প্রভাষক

সদস্য

মোহাম্মদ কাজী নিমেরী, প্রভাষক

সদস্য

মোহাম্মদ আব্দুল আজিজ মাহবুব, প্রভাষক

সদস্য

নূরুন নাহার, লাইব্রেরিয়ান

সদস্য

 

২। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন নং ০৪.০০.০০০০.২৩২.৩৫.০০৬.১৩.১৮, তারিখ: ২৫ চৈত্র ১৪১৯/০৮ এপ্রিল ২০১৩; মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন নং ০৪.০০.০০০০.২৩২.৪৫.০১৭.১৩.৫৮, তারিখ: ০১ পৌষ ১৪২০/১৫ ডিসেম্বর ২০১৩ এবং স্মারক নম্বর: ০৪.০০.০০০০.৮১১.৫১.০৪১.১৫.৬৭, তারিখ: ২১ জুন ২০১৫ (উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন নির্দেশিকা, ২০১৫) এ আলোকে বর্ণিত টিমের কার্যপরিধি নির্ধারিত হবে।

 

৩। ০১ জুলাই ২০২০ তারিখ থেকে এই ইনোভেশন টিম কার্যকর হবে।

(মো: সাফায়েত হোসেন তালুকদার)

অধ্যক্ষ

ফোন: ০২-৫৫০০৭০২১

ই-মেইল: pri.nass@dss.gov.bd

 

সদয় অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো:

 

১. মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।

২. প্রকল্প পরিচালক, এ্যাকসেস টু টনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।

৩. চিফ ইনোভেশন অফিসার, সমাজকল্যাণ মন্ত্রণালয়।

৪. ইনোভেশন অফিসার, সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।

৫. উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় (সকল)…………………..

৬. ইনোভেশন টিম, জাতীয় সমাজসেবা একাডেমি, ঢাকা।

 

ইনোভেশন টিম