Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৩

অধ্যক্ষের জীবন বৃত্তান্ত

মোঃ সাফায়েত হোসেন তালুকদার, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত পরিবারে পিতা ছিলেন ব্যবসায়ী এবং মাতা ছিলেন গৃহিনী। ছয় ভাই-বোনের মধ্যে তিনি পিতা-মাতার সর্বকনিষ্ঠ সন্তান।

তিনি টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া ঝনঝনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি স্বরূপকাঠি কলেজ, পিরোজপুর থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান)সহ ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

তিনি ৯ মে, ২০০০ সালে পিএসসি এর মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে সমাজসেবা অফিসার পদে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগদান করেন। পর্যায়ক্রমে মাদারীপর জেলার রাজৈর উপজেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিঃ) হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়ে তিনি ২০১৬ সালে জাতীয় সমাজসেবা একাডেমি এর অধ্যক্ষ পদে পদায়নকৃত হন। পরবর্তীতে তিনি সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) পদে সফলতার সাথে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন। পুনরায় তিনি ২০২০ সালে জাতীয় সমাজসেবা একাডেমি এর অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং অদ্যাবধি কর্মরত আছেন। ২০১০ সালে তিনি বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনে দপ্তর সম্পাদক ও ২০১৫ সালে মহাসচিব পদে নির্বাচিত হন এবং অদ্যাবধি উক্ত পদের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৯-২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন।

বিবাহিত জীবনে মোঃ সাফায়েত, এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিনী একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। উচ্চ প্রশিক্ষণ ও চাকরির সুবাদে তিনি জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দেনেশিয়া ও মালয়েশিয়া দেশ ভ্রমণ করেন।